ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে বাড়ি ঘেরাও এটিইউ’র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ২ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৩৪, ২ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে বাংলাদেশ পুলিশের শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকেই বাড়িটি ঘিরে রেখেছে এটিইউয়ের সদস্যরা।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, এটিইউ সূত্রে জানা গেছে, নেত্রকোণায় অভিযানের পর এক নারীকে গতকাল কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যেই এই অভিযান। এটিইউ এর ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার-আল ইসলামের ৩-৪ জন সদস্য ভবনের তিনতলায় অবস্থান করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি