ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা ৭ শতাধিক পর্যটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

রাঙ্গামাটি গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে নেমে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালিতে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক।

সোমবার দিবাগত মধ্যরাত থেকেই বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বেড়ে সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

আজ মঙ্গলবার সকালে বাঘাইহাট থেকে কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং সাজেক থেকেও পর্যটকবাহী স্কট ছেড়ে আসেনি।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে গতকাল মধ্যরাত থেকেই বাঘাইহাট বাজার এবং মাচালং বাজারে ঢলের পানি বাড়তে শুরু করে। এই মুহূর্তে বাঘাইহাট বাজারে কোমর সমান পানি আছে। তাই সাজেক সড়কে কোনো যানবাহন চলছে না, ফলে গতকাল যে পর্যটকরা সাজেকে এসেছিলেন তারা ফিরতে পারেননি। খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসেনি বলে জানান তিনি।

সাজেক মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সাজেকের সঙ্গে গতকাল রাত থেকেই সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ থাকায় বর্তমানে প্রায় ৭ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করছেন বলে জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, গত কয়েকদিনের টানাবৃষ্টিতের কারণে খাগড়াছড়ির দীঘিনালা সড়ক ও বাঘাইছড়ির বাঘাইহাট বাজার পানিতে ডুবে যাওয়ায় সাজেকে প্রায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছে। তবে পানি নামতে শুরু করলেই যান চলাচল স্বাভাবিক হবে।

বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো. জমির হোসেন জানান, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারনে বাঘাইছড়ি উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খোলা হয়েছে ৫৫টি আশ্রয়কেন্দ্র।

বর্তমানে বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাচালং নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঘাইছড়ি পৌর এলাকাসহ ১৪টি গ্রাম  প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি