ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রায়গঞ্জে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪০, ২ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জের গোতিথায় চালককে কুপিয়ে হত্যার পর অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী রাস্তার পাশের ডোবায় কছিম উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত কছিম উদ্দিন (৫০) নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কছিম উদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার অটোভ্যানটি ছিনিয়ে নিয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দায়ীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি