ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৯, ৩ জুলাই ২০২৪

মেহেরপুর শহরের টিএন্ডটি রোডে সড়ক দুর্ঘটনায় অহিদুল ইসলাম (৪৪) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

অহিদুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি। তিনি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয় মেহেরপুরে। বৃষ্টি কমে আসায় রাত সাড়ে আটটার দিকে অহিদুল ইসলাম শহরের বড় বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় একটি অজ্ঞাত যানবাহন পেছন থেকে ধাক্কা দিলে আহত হয়ে রাস্তার উপর পড়ে যান তিনি। 

স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে দিয়ে গেলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া দুর্ঘটনায় নিহত হবার খবর নিশ্চিত করে বলেন, অজ্ঞাত যানবাহন ও এর চালককে ধরতে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি