ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ৩ জুলাই ২০২৪

মোছাঃ আলেয়া বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে উল্টা মারপিট করায় ছেলে আরিফ ঠাকুর (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে। 

এ ঘটনায় মঙ্গলবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন ওই বৃদ্ধা। এ মামলার প্রেক্ষিতে পুলিশ বৃদ্ধার ছেলে আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠায়। 

মোছাঃ আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল সালাম ঠাকুরের স্ত্রী।

মামলার বাদী জানান, তার বড় ছেলে শরীফ ঠাকুর (৪০) অসুস্থ। ফলে তার নেই কোন রোজগার। অপরদিকে ছোট ছেলে আরিফ ঠাকুর অটোরিকশা চালায়, দিনে ৫ থেকে ৬শ’ টাকা আয় করে। তারপরও তার ওষুধসহ কোন ভরণপোষণ প্রদান করে না সে। টাকা চাইলেই অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে থাকা গাছ বিক্রি করে উল্টো টাকা নিয়ে যায়। 

গত ২৫ জুন বিকালে আরিফ ঠাকুর তার বসত ঘরের সামনে আসে এবং একটি গাছ বিক্রি করে পুনরায় টাকা দিতে বলে। এতে তিনি রাজি না হওয়ায় গালাগালের পাশাপাশি কিল, ঘুষি, লাথি মেরে তাকে মারাত্মকভাবে আহত করে এবং খুন করার হুমকি প্রদান করে চলে যায়। 

ওই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী জানান, ওই বৃদ্ধার মামলার প্রেক্ষিতে আসামি আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি