ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে বিদেশি অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ৩ জুলাই ২০২৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র-গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব ১৫র অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে মঙ্গলবার উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫র অধিনায়ক জানান, মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল উখিয়ার পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুল কামালকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল এবং তার আরেক সহযোগী ও বডি গার্ড আনসার উল্লাহকে গ্রেফতার করা হয়। 

তাদের কাছ থেকে একটি বিদেশী জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র সাথে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি