ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.


মানিকগঞ্জের সিঙ্গাইরে উত্তম আকাশ আলিফ হত্যা মামলায় ইমরান বিশু নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতে এই রায় প্রদান করেন। 

নিহত উত্তম আকাশ আলিফ মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার একটি ছাপাখানায় চাকরি করতেন। দণ্ডিত ইমরান বিশু সিঙ্গাইর উপজেলার চর-গোলড়া এলাকার জামাল মোল্লার ছেলে। তারা উভয়ে বন্ধু ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে আড্ডা দেওয়ার সময় আলিফের সাথে ইমরানের কথা কাটাকাটি হয়। এর জেরে ইমরান তার প্যান্টের বেল্ড খুলে আলিফের গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সিঙ্গাইরের চর-গোলড়া চকের ভেতর থেকে আলিফের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।

একই সন্ধ্যায় সিঙ্গাইর থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি ইরমান হোসেনকে অভিযুক্ত করে ২০২০ সালের ৬ জুন আদালতে চার্শিট (অভিযোগপত্র) দাখিল করেন। এরপর পুলিশ ইরমান হোসেনকে গ্রেফতার করে।

মামলায় ১৮ জনের স্বাক্ষ্যগ্রহণের পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রামাণিত হওয়ায় বিচারক আজ অভিযুক্ত ইরমান বিশুর মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি