ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ৬ জুলাই ২০২৪

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনদিন ধরে গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গাইবান্ধার চার উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার ১৬৫টি চরাঞ্চল এখন হাঁটু ও কোমরপানির নিচে। প্লাবিত হয়ে দুর্ভোগে চরাঞ্চলের অন্তত ২ লাখ পরিবার। 

অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে রাস্তা ও বন্যা নিয়ন্ত্রন বাঁধে রাত-দিন কাটাচ্ছেন। তারা এখন দুর্ভোগে দিনাতিপাত করছেন। 

১৮১টি উচু স্থানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা দেয়া হলেও অনেকের ঠাঁই হচ্ছেনা। এখানে গরু-ছাগল, মানুষ একসাথে দিন কাটাচ্ছে। 

অপরদিকে, অব্যাহত পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা সাঘাটা সড়কের অন্তত ৭টি জায়গায় বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি