ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমুনার পানি বিপৎসীমার উপরে, ভাঙছে ঘরবাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫, ৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

উজানে পাহাড়ী ঢল ও কয়েক দিন ধরে চলা অতিবৃষ্টিতে যমুনায় পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড স্রোতে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে।

শনিবার ভোর ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ড পয়েন্টে পানি আরও বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীতে পানি বাড়ার সাথে সাথে জেলা নিম্নাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরে বন্যা দেখা দিয়েছে। 

এছাড়া প্রচণ্ড স্রোতে পুর্ব শাহজাদপুর ও এনায়েতপুরের হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। মুহূর্তেই বিলীন হচ্ছে ঘরবাড়ি। এতে নিঃস্ব অসহায় মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্যের অভাব, বাসস্থান না থাকায় চলছে হাহাকার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি