ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই দুটি ট্রাকের চালকের সহকারী। 

শনিবার সকালের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগর এলাকার ফেলু হোসেনের ছেলে মোঃ লিটন (৩২)। তিনি কুষ্টিয়া ট-১১-১৫৩২ নম্বর ট্রাকের চালকের সহকারি। নিহত অপর জন হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার আনছার আলীর ছেলে আনিছুর (৩৫)।  তিনি ঢাকা-মোট্র- ঢ- ১৪- ১২৩০ নম্বর গাড়ীর চালকের সহকারি ছিলেন।

জানা যায়, একটি ট্রাক গড়ীয়ানা নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের চালকের সহকারি মারা যান।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আপর ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুটির ট্রাকের সহকারি মারা যায়। তবে ট্রাক দুটির চালক পালিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি