ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

বরগুনার পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে সহিদ ওরফে পিলার সহিদ (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সহিদ পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বাহার আলীর ছেলে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেড়ে রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির সামনে কে বা কারা কুপিয়ে তাকে জখম করে রেখে যায়। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ৩ ঘন্টা পরে রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।
 
পাথরঘাটা থানার ওসি জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি