ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

ভবন নির্মাণে মাটি খুঁড়তে বেড়িয়ে এলো গ্রেনেড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ৮ জুলাই ২০২৪

গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত গ্রেনেড। পরে জমির মালিক ৯৯৯ নাইনে ফোন দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। 

গাজীপুরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় বাসিন্দা জমির মালিক আবুল কাশেম সাড়ে ৩ কাঠা বাউন্ডারি করা জমিতে বাড়ি করার জন্য কাজ শুরু করেন। সোমবার সকালে কয়েকজন শ্রমিক মাটি খোঁড়া শুরু করলে একপর্যায়ে ৪-৫ হাত মাটি গর্ত করার পর একটি মাটির কলসি বেড়িয়ে আসে। 

কোদালের আঘাতে কলসি ফেটে গেলে ভেতর হতে বেড়িয়ে আসে গ্রেনেড। পরে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থানীয়দের ও বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। 

বাড়ির মালিক আবুল কাশেম জানান, শ্রমিকরা বিষয়টি জানালে  প্রথমেই ৯৯৯ ফোন দেন তিনি। 

সদর  থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউলল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করা হবে, নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়েছে। 

বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোসেবল ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি