ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ট্রেনে কাটাপড়ে নিহত পাঁচজনকে বেওয়ারিশ হিসেবে দাফন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ৯ জুলাই ২০২৪ | আপডেট: ১৪:৫৪, ৯ জুলাই ২০২৪

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটাপড়ে নিহত ৫ যুবকের কারোই পরিচয় মেলেনি। এখনও পর্যন্ত তাদের সন্ধানও করেননি কোন স্বজন। পিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে নেয়া ফিঙ্গারপ্রিন্টেও সম্ভব হয়নি পরিচয় নিশ্চিত করা। পরে ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয় তাদের।

সোমবার দিবাগত গভীর রাতে রেলওয়ে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নরসিংদীর রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, সোমবার সকালে নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় ট্রেনে কাটাপড়ে নিহত পাঁচ যুবকের পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলের ছাপসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে না মেলায় প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ হিসেবে ঘোষণা করা হয়।

সেই সঙ্গে ভিসেরা নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণের পর রাতেই নরসিংদী রেলওয়ে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ, সোমবার ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় সকাল থেকে বিচ্ছিন্নভাবে পড়ে ছিল ৫টি মরদেহ। ধারণা করা হয়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলের নিচে কাটা পড়েই তাদের করুণ মৃত্যু হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি