ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৫, ১১ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৩৬, ১১ জুলাই ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার ভারি বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় পৃথক এ পাহাড় ধসের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার মো: হাসান (৫) ও একই এলাকার জমিলা বেগম (৩৫)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ জামান জানান, আজ বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকায় বসতঘরে পাহাড় ধসে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অন্যদিকে, একই এলাকায় আরেকটি পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপায় মো হাসান নামে ১০ বছরের এক শিশু মারা যায়।  নিহত শিশু হাসান স্থানীয় সাইফুল ইসলামের পুত্র। 

দু’দিন ধরে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে। এতে শহরের নিম্নাঞ্চল এবং সদর উপজেলার বেশ কিছু গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি