ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ১৩ জুলাই ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলা মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বাগোয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে রাজন ও একই গ্রামের হারুন আলীর ছেলে লিটন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগোয়ানর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে কয়েকমাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজন ও লিটন নামে দুই শ্রমিক ট্যাংকের মধ্যে প্রবেশ করে সাটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে যায়। কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। 

পরে দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খাস মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সেপটিক ট্যাংকে প্রবেশ করার আগে তাদের আরও সাবধানতা অবলম্বন করার দরকার ছিল।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ট্যাংকির মুখ বন্ধ থাকায় সেখানে অক্সিজেন ছিল না। ট্যাংকের মুখ খুলেই ভেতরে প্রবেশ করায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।  

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অক্সিজেনের অভাবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি