ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৭, ১৪ জুলাই ২০২৪

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরেক মেয়ে।

শনিবার (১৩ জুলাই) বিকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফেরচরের জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও তার ২ বছর বয়সী কন্যা মায়মুনা আক্তার। এসময় গুরুতর আহত হয় তার অপর কন্যা সন্তান সিনহা আক্তার (৬)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবিনা বেগম তার দুই কন্যা সন্তানকে নিয়ে নরসিংদীতে শপিং করতে আসেন। শপিং শেষে বাড়ি ফেরার সময় শিশুদের ট্রেন দেখাতে স্টেশন এলাকায় অবস্থান করেন। এসময় তিনি মোবাইল ফোনে ছবি তুলতে মগ্ন থাকায় রেললাইনে চলে যায় সিনহা আক্তার। 
পরে কোলে থাকা ময়মুনাকে কোলে নিয়েই সিনহাকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে মা সাবিনা বেগম। এসময় ঢাকা থেকে চট্রগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেসের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই মা সাবিনা ও মেয়ে মায়মুনার করুণ মৃত্যু হয়। আহত হয় সিনহা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেন।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ বলেন, ঢাকা থেকে চট্রগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেসে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। কারণ অনুসন্ধানসহ বিস্তারিত জানান চেষ্টা চলছে। পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি