ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

বন্যার পানিতে ডুবে কলেজছাত্রীসহ ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০, ১৫ জুলাই ২০২৪

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসলের সময় ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। দু’জন ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও  কলেজছাত্রী দিশা তাদের উদ্ধার করতে গেলে তারাও ডুবে যান।

রোববার বিকাল ৫টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর গ্রামে এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ জানান, বিকালে তারা বাড়ির পাশে ধান ক্ষেতে বন্যার পানিতে গোসল করার সময় ডুবে মারা যায়। 

নিহতরা হচ্ছেন দক্ষিণ বালুর চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম, সবুজ মিয়ার মেয়ে সাদিয়া, গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার। তাদের মধ্যে দিশা আক্তার মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, ৪ জন একসাথে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় সাদিয়া ও খাদিজা পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজছাত্রী দিশা আক্তার দুইজনকে উদ্ধার করতে গিয়ে তারাও নিখোঁজ হয়। 

পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

বন্যার পানিতে ডুবে ৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি