ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮, ১৬ জুলাই ২০২৪

গ্রেফতার খায়রুজ্জামান ডালিম

গ্রেফতার খায়রুজ্জামান ডালিম

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১) গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওইদিন কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। দুটি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কূরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুটি ফেসবুক আইডির সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি