ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ১৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শকুনী লেকের পানিতে ডুবে কোটা বিরোধী আন্দোলনের ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল লেক থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মাদারীপুর সদর মডেল থানায় পাঠিয়েছে।
 
বৃহস্পতিবার সকাল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান প্রধান সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। 

পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের লেকের পাড়ে নিয়ে যায়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে পারলেও এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করে। 

প্রায় ১ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ায় সার্ভিসের দলটি।

নিহত শিক্ষার্থীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

এখন পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ইট-পাটকেল মেরে তাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি