ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু, জেলে পাড়ায় আনন্দ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ২৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। এতে করে দীর্ঘদিন পর ফের কর্মব্যস্ত হয়ে পড়ছে ভোলার ৬৩ হাজার জেলে।

উপকূলের সমুদ্রগামী ঘাটগুলোতে চলছে জেলেদের হাঁকডাক। তারা আশা করছেন, জালে কাঙ্খিত মাছ পেলে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন। 

সাগরে মাছের প্রজনন, সংরক্ষণ ও উৎপাদনের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরণের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেন সরকার। এতে করে ভোলায় শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলায় এমন ৬৩ হাজারের বেশি জেলে বেকার হয়ে হয়ে পরে।

র্দীঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু করেছে ভোলার জেলেরা। জেলেদের জালে ধরা পরছে রুপালী ইলিশ। সাইজও বেশ বড় আকারের। ১ কেজি থেকে সোয়া কেজি মাছে ডাক উঠছে হালিতে ১০ হাজার টাকার উপরে। 

বেকার জেলেরা এতো দিন ধারদেনা করে দিন কাটিয়েছেন। এখন সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াবেন এমন স্বপ্ন তাদের চোখ-মুখে।

ভোলা জেলায় সাগরে মাছ ধরার নিবন্ধিত ৬৩ হাজার ৯৫৪ জেলের অনুকূলে প্রায় ৫ হাজার ৫শ’ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ আসে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি