ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে অসহায় মানুষের পাশে বিত্তবানরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৮, ২৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

চলতি বন্যা ও কারফিউয়ের কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে অসহাদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবানরা। 

শুক্রবার বিকালে গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ সেবক রতন কুমার দাস তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। 

চলতি বন্যায় যমুনা নদীর কড়াল গ্রাসে নদী গর্ভে বিলীন হয়ে গৃহহীন ৬ পরিবারের হাতে ১ বান্ডিল করে ঢেউটিন ও চলমান কারফিউয়ের কারণে কর্মহীন ৬৫ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। 

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমাজের অসহায় মানুষের পাশে আগামীতেও থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন রতন কুমার দাস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি