ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪১, ২৮ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ২ কন্যা সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে পৌর এলাকার বিজয়পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২), তার স্ত্রী জান্নাত বেগম (২২), বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে বাড়িতে লোকজনের কোন সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি