ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গর্তে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২৮ জুলাই ২০২৪ | আপডেট: ১৬:০১, ২৮ জুলাই ২০২৪

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকাশ্যে থাকা জঙ্গিদের বিচার করা হচ্ছে। গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা কঠিন। তবে এবার তাদেরও খুঁজে বের করে দ্রুততম সময়ে বিচার করা হবে।

শনিবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে মাদারীপুরে সার্বিক ডিপোতে কোটা আন্দোলনের নামে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাস ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “৭১ সালে পাকহানাদার বাহিনী যেমন এদেশীয় দোসর রাজাকার আল-বদরদের সহযোগিতায় জ্বালাও পোড়াও করে ধ্বংস করেছে, ঠিক তেমন এবারও জামায়াত-শিবিররা মিলে সরকারি-সেবরকারি বহু স্থাপনা ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়েছে। এবার তাদের বিচার হবেই হবে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যেই তাদের বিচার করা হবে।”

সার্বিক পরিবহনের ৩৮টি বাস পোড়ানো প্রসঙ্গে আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, "শাজাহান খান ২০১৮-২০১৯ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াওর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ায় এবার তাদের প্রতিষ্ঠান বিএনপি-জামায়াত পুড়িয়ে ধ্বংসপুরিতে পরিণত করেছে। এটা কোনো সভ্য মানুষ করতে পারে না। আশা রাখি, তাদেরও বিচার হবে।"

এ সময় মন্ত্রী মাদারীপুরে সরকারি-বেসরকারি যে সব স্থাপনা ভাঙচুর ও আগুনে পোড়ানো হয়েছে, সেসব স্থাপনা পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ও মাদারীপুর-২ এর সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ শফিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সার্বিক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান যাচ্চু খান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি