ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমলো হিলিতে

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ২৯ জুলাই ২০২৪

সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। দুদিন পূর্বে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

পেঁয়াজের দাম কমায় খুশি নিন্মআয়ের মানুষজন। তবে দেশীয় পেঁয়াজ পূর্বের মতই ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে যার কারণে বাজারে সরবরাহ কম। বর্তমানে অধিকাংশ মজুদদারদের কাছে থাকা পেঁয়াজ বাজারে ছাড়ছেন না। অল্প সংখ্যক কৃষকের কাছে পেঁয়াজ থাকলেও তারা সীমিত পরিমাণে ছাড়ছেন। এ কারণে মোকামে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।

তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় সরবরাহ কিছুটা বেড়েছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতির দিকে। আমদানি আরও বাড়লে সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি