ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শখ করে বাবার ভ্যান চালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ৩১ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে শখ করে বাবার ভ্যান চালাতে গিয়ে হাসিবুল মন্ডল (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০) জুলাই দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

হাসিবুল মন্ডল মিজানপুর ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মঞ্জিল মন্ডলের ছেলে। হাসিবুল বাগমারা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

হাসিবুলের খালা তাসলিমা বেগম বলেন, হাসিবুল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সে গত বছর পঞ্চম শ্রেণী পাস করে বাড়ির কাছেই একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল। হাসিবুলের বাবার একটি মটরচালিত ভ্যান আছে। সে সুযোগ পেলেই বাড়ির মধ্যে সেই ভ্যান চালাতো। আজ সে বাড়ির পাশে পাকা রাস্তায় ভ্যান নিয়ে উঠেছিল। কিভাবে যেন উল্টে যায়। 

ভ্যান উল্টে হাসিবুল খালে পরে গিয়েছিল। স্থানীয় লোকজনের সহায়তায় হাসিবুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরী বলেন, দুর্ঘটনাজনিত একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি