ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ৩১ জুলাই ২০২৪

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭ টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের কাকনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার টেঙ্গুরিকান্দা বড়বাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ (৪০) ও নলচাপড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক সজিব কুমার দাস জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি