ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জাতীয় মৎস্য পদক-২০২৪ পেয়েছেন সাইফুল ইসলাম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৩১ জুলাই ২০২৪ | আপডেট: ২০:৫৭, ৩১ জুলাই ২০২৪

মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক পেল ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান।

মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে 'আমান উল্লাহ মৎস্য প্রকল্প' (সন্দ্বীপ)-চট্টগ্রাম থেকে ব্রোঞ্জ পদক পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি সন্দ্বীপের আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি