ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

কালকিনিতে কুকুরের কামড়ে ৫ শিশু আহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৩, ১ আগস্ট ২০২৪

মাদারীপুরের কালকিনিতে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ৫ শিশু আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার পৌর এলাকার বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাদিয়া (১২), রাফিয়া (৩), লিছান (২), সিয়াম (৫) ও রাজন (৭)।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পৌর এলাকার ঠেঙ্গামারা ও চর ঠেঙ্গামারা গ্রামের আহত ওই শিশুরা তাদের নিজ বাড়িতে খেলা করার সময় পাগলা কুকুর এলোপাতারী কামড়ে তাদের আহত করে। 

পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিভাবক সাইফুল ইসলাম বলেন, আমার মেয়েসহ ৫ জন শিশুকে পাগলা কুকুরে কামড় দেয়। পরে আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার নুসরাত ইসলাম বলেন, কুকুরের কামড়ে আহত শিশুদের চিকিৎসা দেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি