ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

ভোলার মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮ জেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৩ আগস্ট ২০২৪

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর শিবচর এলাকায় ১৩ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আটজন।

শুক্রবার বৈরী আবহাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া পাঁচজন জেলে দীর্ঘসময় নদীর জলে ভেসে থাকার পরে অন্য ট্রলারের সহায়তায় রাতে নিজ এলাকায় ফিরে আসেন।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. দুলাল মাঝি (৪০), মো. নাজিম (৪৪), মো. সুমন (৩৮), মো: শাহিন (২৫) ও মো. মনির (৩৩)।

এছাড়া নিখোঁজ জেলেরা হলেন মো. সাদেক মাল (৬০), মো. সবুজ (৪০), মো. বেল্লাল (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), হোসেন মাঝি (৫০), নূরে আলম (৩০), মো. কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০)। তারা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক মো. রুবেল জানান, গত শুক্রবারের এক সপ্তাহ আগে ট্রলারটি শুকনাখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল ঘাটে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের সহায়তায় কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তারপরেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি