ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৩ আগস্ট ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ সকালে কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকেই জিলা স্কুলের গেটের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীরা। পরে এক পর্যায়ে স্কুলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।

এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থী হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে স্লোগান দেয়।  

এতে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে এক ধরণের ভীতি বিরাজ করতে দেখা যায়। বর্তমানে কুমিল্লা নগরীর অধিকাংশ মার্কেট ও দোকানপাট বর্তমানে বন্ধ রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি