ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সেনা-বিজিবির সহায়তায় খুললো সাতক্ষীরার ৬ থানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ১০ আগস্ট ২০২৪

সেনাবাহিনী ও বিজিবি সহায়তায় সাতক্ষীরায় ৮টি থানার মধ্যে ৬ থানার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকালে কলারোয়া থানার চত্বরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের নিয়ে বৈঠক করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফ হোসেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা থানাকে সুরক্ষিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফ হোসেন বলেন, কলারোয়া থানায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সকলের সঙ্গে কথা বলে আমি মনে করছি থানার পুলিশ সদস্যরা নিরাপদে আছে। এখন পুলিশ সদস্যরা নিরাপদ বোধ করছেন কিনা সেটা তারা ভাল বলতে পারেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবির) পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎ ব্যবস্থা সচল না হওয়ায় চালু করা যায়নি সদর থানা ও শ্যামনগর থানা। তবে পর্যাপ্ত পরিমাণ জনবল রয়েছে। তাই, থানাগুলো যেকোন সময়ে চালু হবে। 

এদিকে সকল থানার নিরাপত্তার জন্য কোথাও সেনাবাহিনী আবারও কোথাও বিজিবি নিয়োজিত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি