ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলাপাড়ায় বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ১০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

শনিবার বেলা ১১টায় পৌর শহরের কাঁচাবাজার, মাছ বাজারে মনিটরিংয়ে নামেন শিক্ষার্থীরা।

এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির  সভাপতি নাজমুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পণ্যের গুণগতমান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, এসবের তদারকি করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোন মূল্য তালিকা টানানো নেই, সেসব দোকানিকে সতর্ক করছেন তারা। 

এছাড়া যানজট এড়াতে ট্রাফিকের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তারা ভোক্তাদের কথা শুনে বাজার মনিটরিং করায় আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সমন্বয়ক সাইফ আল রেদওয়ান জানান, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব।

শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে রয়েছে উপজেলা প্রশাসন।  শিক্ষার্থীদের এই মনিটরিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থার কাজে তারা সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি