ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগুনে পোড়া মুক্তিযোদ্ধা অফিস সংস্কার স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ১০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

শেখ হাসিনা সরকারের পতনের পরে ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই পুড়ে যাওয়া ভবনটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ শনিবার সকাল থেকে ভবনের ভেতরে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নতুন করে সংস্কার করে দেন তারা। 
এছাড়াও ভবনের সামনে ও ভেতরে রং করে ভবনটিতে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

পুড়ে যাওয়া ভবনটি দেখতে আসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী বাকে আলীসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা নতুন করে ভবনটি সংস্কার করে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি