ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ওসি-ইউএনও`র পাশে থাকার প্রতিশ্রুতি শিক্ষার্থীদের

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ১১ আগস্ট ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী শ্রীমঙ্গল থানা ও উপজেলা প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

রোববার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দ্বারিকা পাল মহিলা কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, উদয়ন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রে জড়ো হয়ে প্রথমে তারা শ্রীমঙ্গল থানায় গিয়ে অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়কে জানায়, এখন আর কেউ থানায় হামলা করবে না। তারা পুলিশের পাশে থাকবে। 

এ সময় তারা শ্রীমঙ্গল থানারা বাকী সদস্যদের থানায় নিয়ে আসার আহবান জানান। পরে তারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবকে অনুরোপ অনুরোধ করেন। জনগণের সেবায় ও জানমাল রক্ষার্থে পুলিশ ও প্রশাসননের সকল কর্মকর্তাকে কাজে যোগদান করার অনুরোধ করেন।

বক্তব্য রাখেন ছাত্রছাত্রীর পক্ষে সামাদ খান, তামজিদুর রহমান, জামাল উদ্দিন, জিসান আহমেদ রকি।

এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ডা. সত্যকাম চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাসক ও বাংলা বিভাগীয় প্রধান মো: সাইফুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনেরা।

মেয়র মহসিন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি শিক্ষার্থীদের আহবান করেন এমন কাযর্ক্রম করতে এবং শিক্ষার্থীরাও সানন্দে তা করে। জীবনবাজি রেখে পাহারাদারের ভূমিকা পালন করেছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি