ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সোনাইমুড়ী-চাটখিল থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ১২ আগস্ট ২০২৪

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা ওই দুটি থানা থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন মালামাল লুটপাট চালায়। লুন্ঠিত ওইসব অস্ত্র ও মালামাল বিভিন্নস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর মাইজদী ক্যাম্পের টুআইসি মেজর রিফাত আনোয়ারের কাছে হস্তান্তর করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রোকসানা বেগম।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে- ১টি মোটরসাইকেল, ২টি ল্যাপটপ, কম্পিউটার কীবোর্ড ১টি, মাউস ১টি, ১টি এসএমজি, ৫টি শর্টগান, ৩২ রাউন্ড সীসা কার্তুজ, ৭৫৬ রাউন্ড রাইফেলের গুলি, ৫টি সাউন্ড গ্রেনেড, ১০টি টিয়ারসেল, ৭টি হ্যান্ডকাপ, ১টি হ্যান্ড মাইক, ১টি পাইপগান, ১টি ওয়ারলেস, ২টি ওয়ারলেসের ব্যাটারি, ট্রাফিক সিগনাল লাইট ১টি, এসএমজি ম্যাগাজিন ১টি, রাইফেল ১টি, পিস্তল ২টি, গ্যাসগান ২টি, পিস্তলের গুলি ১১ রাউন্ড ও রাবার বুলেট ৬৭টি রাউন্ড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি