ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ট্রাকচাপায় সিটি ব্যাংক কর্মকর্তা নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ১৩ আগস্ট ২০২৪

যশোরের ঝিকরগাছায় ট্রাক চাপায় সিটি ব্যাংকের কর্মকর্তা শামীমা আক্তার (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা সিটি ব্যাংকের ঝিকরগাছা শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষে এক সহকর্মীর মোটরসাইকেলে তিনি যশোরের নিউমার্কেট এলাকায় বাসায় ফিরছিলেন।

এ ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও তার সহকারি।

প্রত্যক্ষদর্শী সহকর্মী আবু মুছা জানান, তারা দু'জন একই বাইকে বাসায় ফিরছিলেন। পেছন থেকে একটা ট্রাক হর্ণ দিলে শামীমা ভয় পেয়ে বাইক থেকে পড়ে যান। পরে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শামীমা নিহত হন। পাশ দিয়ে যাওয়া মোটরভ্যানে ব্যাগ বেধেও তিনি পড়ে যেতে পারেন বলে জানান আবু মুছা।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেন। নাভারন হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হবে জানান তিনি।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি