ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘আন্দোলনে শহীদ ক্যাডেট শিহাবরা জাতীয় বীর ও সংগ্রামের প্রতীক’

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১৩ আগস্ট ২০২৪

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত কলেজছাত্র শিহাব আহমেদের আত্মত্যাগ আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে আজীবন বেঁচে থাকবেন।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে শিহাবের পরিবারকে সহানুভূতি জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, এ আন্দোলনে শহীদদের সংগ্রামের প্রতীক এবং জাতীয় বীর হিসেবে সকল সময়ে সকল কাজে আমরা স্মরণ করব। এছাড়া ক্যাডেট শিহাব যে স্বপ্নের জন্য জীবন দিয়ে গেছেন তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। তাদের আত্মত্যাগের মর্যাদা আমরা রক্ষা করব।

তিনি আরও বলেন, বিএনসিসি হচ্ছে ঐতিহ্যবাহী পুরাতন সংস্থা। যারা দেশের জন্য স্বেচ্ছাশ্রমে নানা কাজ করে যাচ্ছে।  শহীদ শিহাব হচ্ছেন এনায়েতপুরবাসীর গর্বের সন্তান। সকলের প্রচেষ্টায় আমাদের দেশ সুখী সমৃদ্ধ হলেই কেবল ক্যাডেট শিহাবসহ সকল শহীদদের রক্ত বৃথা যাবে না। 

এ সময় তিনি তার পরিবারকে আর্থিক সহায়তা এবং খাদ্য সামগ্রী প্রদান করেন। এর আগে গ্রামের কবরস্থানে শায়িত শহীদ শিহাব ও সিয়ামের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন তিনি।

পরে তিনি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেজর আবু রিফাত মোহাম্মদ মোতালেব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি