ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১৫ আগস্ট ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মা ও দুই শিশু সন্তান।

বুধবার আনুমানিক রাত ১০টার দিকে উপজেলা বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন বোদা বাজার কাপড় ব্যবসায়ী ও কুড়ুলিয়া এলাকার বাসিন্দা সেলিম শেখের  স্ত্রী তাছলিমা বেগম ও তার দুই শিশু পুত্র মো. সৈকত (১২), সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেলিম বোদা বাজারে দীর্ঘদিন ধরে থানকাপড়ের দোকান করে আসছিলেন, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বুধবার রাতে বাসায় ফিরেন। ঘরের দরজা খোলা অবস্থায় তার স্ত্রী-সন্তান  রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসিরা ছুটে আসেন। 

পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, পূর্বশত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আটোয়ারী থানার ওসি মুসা মিয়া বলেন, ধারণা করছি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা ক্রাইম সিন সংগ্রহ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিভিন্নভাবে তদন্ত কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি