ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে বন্দি, উদ্ধার করল সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ১৭ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া সদরে সম্পত্তি লোভে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাকে তিন মাস ধরে তালাবদ্ধ ঘরে বন্দি রেখেছিল সন্তানরা। খবর পেয়ে তাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার সকালে তাকে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয় সন্তানদের। 

সে সদর উপজেলার পৌর এলাকার গোর্কণঘাট এলাকায় প্রয়াত হাজী মো. আবদু মিয়ার স্ত্রী। তার ৯ ছেলে ও তিন মেয়ে, তারা মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য পাশবিক এই কাণ্ড করেন। 

গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ বীর একটি অভিযানিক দল জেলা শহরের গোর্কণঘাট এলাকায় বৃদ্ধ জাহানারা বেগমকে উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর দলটি ঘটনাস্থল থেকে তার ৮ সন্তানকে আটক করে নিয়ে আসে। এ সময় সন্তানরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। 

পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য তাদের মাকে তিন মাস ঘরবন্দি করে রাখে। পাশাপাশি তাদের মাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া, বস্তায় ভরে হত্যার হুমকি দিয়ে আসছিল। 

তারা ভুল বুঝতে পেরেছে, স্থানীয় কাউন্সিলের মাধ্যমে তাদের মায়ের কথামত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান দিদারুল আলম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি