ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৫, ১৮ আগস্ট ২০২৪

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে সৎমা, ছোট ভাই ও ভাগ্নিকে গলাকেটে হত্যা করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের সেডু মিস্ত্রীর দ্বিতীয় স্ত্রী সখিনা বেগম, শিশুপুত্র মাহিন ও নাতনি ফারিয়া আক্তার।
 
ঘটনার পর ঘাতক তারেককে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। সেডু মিস্ত্রীর প্রথম স্ত্রীর ছেলে তারেক দু’দিন আগে ঢাকা থেকে বাড়িতে যায়। 

সখিনা বেগমকে হত্যার ঘটনা দেখে ফেলায় ছোটভাই ও ভাগ্নিকেও হত্যা করে তারেক।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই ও ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে আরিফ। তাকে আটক করেছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি