ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৮ আগস্ট ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোর রাতের দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), শিশু কন্যা ময়না (১৩) ও তোহা (৮)।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে রোববার ভোরের দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের এক নারী ও ২ শিশু কন্যা মাটির নিচে চাপা পড়ে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি