ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটিয়ায় ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

পটিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১৩:০৩, ১৯ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়াতে অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা ছনহরা ইউনিয়নের আলমদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশু আলমদার পাড়া গ্রামের মুহাম্মদ মান্নানের মেয়ে। 

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার স্থানীয় জনগণ। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, আজ ভোরে অতিবৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেওয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। 

এ সময় ওই শিশুর মা অন্য রুমে নামাজরত অবস্থায় ছিলেন। শিশুটি ঘুমিয়ে ছিল। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি