ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোল বন্দরে পড়ে আছে ১০ কোটি টাকার ইমিটেশন গয়না

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ২১ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

শুল্কায়ন জটিলতায় বেনাপোল স্থলবন্দরের গুদামে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ৯৩ হাজার কেজি ইমিটেশন জুয়েলারি (গয়না) দুই মাস ধরে পড়ে রয়েছে। ছাড় না হওয়ায় একদিকে এসব পণ্যের গুণগতমান নষ্ট হচ্ছে, অন্যদিকে গুদামের ভাড়াসহ অন্যান্য মাশুল গুনতে হচ্ছে আমদানিকারককে। এতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তারা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি সাধারণ ইমিটেশন গয়নার আমদানি মূল্য প্রতিকেজি পাঁচ মার্কিন ডলার এবং গোল্ড প্লেটেড (সোনার প্রলেপ দেওয়া) গয়নার মূল্য আট মার্কিন ডলার করে।

আমদানিকারকেরা জানান, তাদের আটকে থাকা গয়নাগুলো সাধারণ ইমিটেশনের কিন্তু সেগুলোকে বেনাপোল কাস্টমের কর্মকর্তারা গোল্ড প্লেটেড গয়না ধরে কেজিতে আট ডলার মূল্যে শুল্কারোপ করতে চান। কিন্তু ওই হারে শুল্ক দিতে অপারগতার কথা জানান তারা। পণ্যের ল্যাব টেস্টের আবেদন তাদের। কিন্তু বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা গত এক মাসেও পণ্যের নমুনা ল্যাবে পাঠাননি। 

বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে জানালে সেখান থেকেও কোন নির্দেশনা না আসায় পণ্য ছাড় করাতে পারছেন না ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ঢাকার রিপ্লেস লিমিটেড, মা এন্টারপ্রাইজ ও সালমান এন্টারপ্রাইজ নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১১ থেকে ২৩ জুনের মধ্যে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে তিন চালানে ৯২ হাজার ৭৪৩ কেজি ইমিটেশন জুয়েলারি পণ্য আমদানি করেন। এসব পণ্যের আমদানি মূল্য প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকা এবং এর বিপরীতে ন্যূনতম শুল্ক হবে ৪ কোটি ৯২ লাখ টাকা।

আমদানিকারকেরা বলছেন, তিনটি চালানের মধ্যে গোল্ড প্লেটেড কোনো পণ্য নেই। সবই সোনালি রঙের প্রলেপ দেওয়া সাধারণ ইমিটেশন, যার শুল্কায়ন মূল্য হবে প্রতি কেজি পাঁচ মার্কিন ডলার হিসেবে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও চালান তিনটি ছাড়ের অনুমতি দেননি শুল্ক কর্মকর্তারা।

এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আবদুল হাকিম বলেন, এর আগে পরীক্ষা ছাড়াই প্রতি কেজি ইমিটেশন জুয়েলারি আট ডলারে শুল্কায়ন করা হয়েছে। এ জন্য এবারও একই হারে শুল্কায়ন করা হয়। আমদানিকারকেরা এ বিষয়ে এবিআরের কাছে চিঠি দিয়েছেন। সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এখন নিতে চাইলে প্রতিকেজি আট ডলার মূল্যে শুল্কায়ন করে নিতে হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি