ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

এখনও জ্বলছে গাজী গ্রুপের টায়ার কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ২৬ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী গ্রুপের টায়ার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ১১ ঘণ্টা ধরে জ্বলছে কারখানাটি।

সোমবার সকাল ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। 

এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময়ে থেমে থেমে বিস্ফোরণের ঘটনাও ঘটে বেশ কয়েকটি, যাতে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা জানান, গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ছাড়া সর্বাধিক উচ্চতার টিটিএল দিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে। এই কারখানার আগুন সহিংসতা বলে উল্লেখ করেন তিনি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় সাড়ে দশটার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এসময় সেখানে কর্মরতের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। 

তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি