ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাসের ধাক্কায় ছিটকে পড়া সাজেদুলের উপর দিয়ে গেল ট্রাক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ২৬ আগস্ট ২০২৪ | আপডেট: ১৪:১৪, ২৬ আগস্ট ২০২৪

বাড়ি যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় পড়ে গেলে মোটরসাইকেল আরোহী মো. সাজেদুল (৪৫) উপর গিয়ে চলে ট্রাক। ঘটনাস্থলেই নিহত ভাওয়াল গড়ের এই কর্মজীবী।

সোমবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী বাড়ি ইউনিয়নের জোকারচর এলাকার ১৮নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজেদুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহাপুর গ্রামের আতাতুল্লাহ ফকিরের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে সাজেদুল সকালে গাজিপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পরে যায় সাজেদুল। পরে পেছনে থাকা একটি ট্রাক তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়। 

পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি