ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ২৭ আগস্ট ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তরপাড়ায় একটি মসজিদের পাশে জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৪) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা। তারা সদর উপজেলার পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদ্রাসার ছাত্রী ছিল। 
 
নাঈমার বাবা বিল্লাল মিয়া জানান, শুক্রবার দিন বিকালে তারা মাদ্রাসায় যায়। শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নাই। খবর পেয়ে পরিবার নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাতে তারা দুষ্টামি করলে তাদের শাসানো হয় তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে শিক্ষক জানান সিসি ক্যামের ফুটেজ আছে পরে দেখতে পাবেন আগে তাদের খুঁজে বের করুন। 

ঘটনার ৪ দিন পর আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তরপাড়ায় একটি মসজিদের পাশে জমির পানিতে তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়েদের খবর দিলে আমরা গিয়ে তাদের সনাক্ত করি। 

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি