ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৮ আগস্ট ২০২৪ | আপডেট: ১৫:৪৯, ২৮ আগস্ট ২০২৪

খাগড়াছড়ির রামগড়ে আলোচিত ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইউসুফ ও মো. রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে অপর আসামি মো. ফয়সালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ আগস্ট)  রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় পাহাড়ি ওই গৃহবধূকে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি