ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কমছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:৫৩, ৩০ আগস্ট ২০২৪ | আপডেট: ১২:১০, ৩০ আগস্ট ২০২৪

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের সকল প্রধান নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 

ফেনীতে বন্যার পানি কমছে। ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী-নোয়াখালী ও ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

নোয়াখালীতে বন্যাকবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পৌর আশ্রয়কেন্দ্রে প্রতিদিন ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।

মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও ৬ সেন্টিমিটার কমলেও এখনও ১২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙ্গে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় বিভিন্ন সংগঠন-সংস্থার ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।

এদিকে, কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের ৮ উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকটসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি