ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বন্যার পানি নামার পরই দেখা দিয়েছে নানা রোগবালাই

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ২ সেপ্টেম্বর ২০২৪

ফেনী হাসপাতালের বাইরে মাটিতে বিছানা বিছিয়ে অবস্থান নিয়েছেন রোগীরা

ফেনী হাসপাতালের বাইরে মাটিতে বিছানা বিছিয়ে অবস্থান নিয়েছেন রোগীরা

Ekushey Television Ltd.

স্মরণকালের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যার পানি নামার পরই দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। ধারণ ক্ষমতার চেয়ে আটগুন বেশি ভর্তি হাসপাতালে। বেড না পেয়ে মেঝেতে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে রোগীরা। 

রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। 

ফেনী ২৫০শয্যা জেনারেল হাসপাতালে হু হু করে বাড়ছে রোগী। ডায়রিয়া ওয়ার্ডের ১৭ বেডের জায়গায় রোগী ভর্তি ১৮০ জন। শিশু ওয়ার্ডে ২৬ বেডের অনুকূলে ১৩৭ জন রোগী ভর্তি আছে। সাপে কাটা রোগী ২৬ জন ভর্তি। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে ও বাইরে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে রোগীরা। 

এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 

এদিকে হাসপাতালের বেডের চেয়ে রোগী ভর্তি ৮ গুণ। এদের বেশিরভাগ জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত। সংক্রমণ জনিত চর্মরোগীর সংখ্যাও কম নয়। তবুও সবার সমন্বয়ে সাধ্যমত দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা।

সরকারি হাসপাতালের বাইরে ৭টি প্রাইভেট হাসপাতাল ও ক্যাম্পে চিকিৎসা নিয়েচ্ছে রোগীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি