ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ডাকাত সন্দেহে গণপিটুনি, সাবেক ইউপি সদস্য নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ২ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে মীরসরাইতে ডাকাত সন্দেহে পিটুনিতে সাবেক ইউপি সদস্য মো. রফিক নামের এক জনের মৃত্যু হয়েছে। 

রোববার রাতে মীরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক অঞ্চলে একটি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির নির্মাণাধীন একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিক উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজীর তালুক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। সে
সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি দলবল নিয়ে কারখানাটিতে প্রবেশের চেষ্টা করে। এময় ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন তাদের আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে মো: রফিক নিহত হয়, এসময় আহত হয় আরও ৭ জন। 

গুরুতর অবস্থায় তাদের পুলিশ উদ্ধার করে। 

বিক্ষুব্দ জনতা তাদের বহনকারী তিনটি অটোরিকশা জ্বালিয়ে দেয়। ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি